সরকারি আইনকে তোয়াক্কা না করে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে বোয়ালমারীতে এক মাটি ব্যবসায়ীকে আটক করে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন না-মর্মে তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের দাদুড়িয়া বিল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত মো. জিহাদ মৃধা (৩০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি চতুল গ্রামের বারিক মৃধার ছেলে। পরে রাত ৭টার দিকে জরিমানার অর্থ পরিশোধ ও মুচলেকা প্রদানের পর তাকে মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।
স্থানীয় সূত্রে জানা যায়, জিহাদ মৃধা দীর্ঘদিন ধরে দাদুড়িয়া বিলের ভেতরে এস্কাভেটর ব্যবহার করে ফসলি জমির মাটি কেটে ট্রাক ও ট্রলির মাধ্যমে বিভিন্ন স্থানে ভরাট কাজে বিক্রি করে আসছিল। এতে করে এলাকার আবাদি জমি ক্রমশ হ্রাস পাচ্ছিল এবং কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় অভিযুক্ত জিহাদ মৃধাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আর এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়াবেন না—এ মর্মে মুচলেকা নেওয়া হয়।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, ফসলি কিংবা যেকোনো ধরনের জমির মাটি বিনা অনুমতিতে কাটা সম্পূর্ণ বেআইনি। প্রাথমিকভাবে জিহাদ মৃধাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অবৈধ মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।