ফরিদপুর সদরপুরে পিয়াজখালী বাজারে পিয়াজখালী নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার ৮ ফেব্রুয়ারী পিয়াজখালী নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুলে প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ।
পিয়াজখালী নতুন কুঁড়ি কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ বাবুল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর এ.এইচ.এমন ইসহাক মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সাবেক ইউ পি চেয়ারম্যান আঃ মালেক বাছাড়, আলহাজ্ব আকবর আলী খান, ইমান খান, মোঃ নজরুল ইসলাম, শিক্ষকগণ, শিক্ষার্থীরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে । তাই নিয়মিত এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয় । কেননা আজকের শিশু আগামী বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবে ।
সবশেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয় । সভাপতির সমাপ্তি বক্তব্যে উল্লেখ করেন, জ্ঞানের জন্যে এসো, সেবার জন্যে বেরিয়ে যাও- এমন শ্লোগানে ও আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে উক্ত প্রতিষ্ঠানটি গড়ে ওঠে ২০০৯ সালে ।