আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের ৪নং ইউনিটের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বিকেল ৫টায় রায়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় “সোনাপুর ইউনিয়নবাসী বেঁধে জোট, ধানের শীষে দেবে ভোট” এবং “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক”—এই স্লোগানগুলো গুরুত্ব পায়।
মোঃ আজিজুল হকের সভাপতিত্বে এবং মোঃ বাচ্চু মুন্সীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এ আর লিটন হোসেন, সমাজসেবক মুহাঃ ছরোয়ার হোসেন, মোঃ তারা মিয়া, মোঃ ছিদ্দিক মাতুব্বর, আব্দুল হান্নান মোল্লা, মোঃ মুনজুর মাতুব্বর, মোঃ সাহাদাৎ মাতুব্বর, মোঃ ইমামুল শরীফ, মোঃ মজিবুর রহমান, মোঃ ফজলু মাতুব্বর, মোঃ শহীদুল শরীফ, মোঃ বেলায়েত হোসেন মুন্সী, আনোয়ার শরীফ, মোঃ কুদ্দুছ মজুমদার, ফালাক মাতুব্বর, লুৎফর মাতুব্বর, ওয়াদুদ মাতুব্বর, পান্নু মাতুব্বরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। কাঙ্ক্ষিত বিজয় অর্জনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল ও ঐক্যবদ্ধ করতে হবে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বেলায়েত হোসেন মুন্সী বলেন, “আমাদের গ্রাম থেকে ৯৫ শতাংশ ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবো।”
রায়েরচর গ্রামের বাসিন্দা মোঃ বাচ্চু মুন্সী বলেন, “আগের সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই এখন ধানের শীষের লোক। এই কেন্দ্র থেকে বিপুল ভোটে রিংকু আপাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।”
অতীতের অভিজ্ঞতা তুলে ধরে বক্তারা বলেন, রায়েরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সব সময় বিএনপি প্রার্থী সর্বোচ্চ ভোট পেয়ে আসছেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহাঃ ছরোয়ার হোসেন বলেন, “একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে ইউনিট পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করার কোনো বিকল্প নেই। সকলে একযোগে কাজ করলে ইনশাল্লাহ বিজয় অর্জন সম্ভব।”
অ্যাডভোকেট এ আর লিটন হোসেন বলেন, “সকল ভেদাভেদ ভুলে গিয়ে জনগণের নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুকে বিপুল ভোটে জয়ী করে জাতীয় রাজনীতিতে আরও শক্ত অবস্থানে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফরিদপুর-২ আসনে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবেন।”
সভায় সর্বসম্মতিক্রমে ডা. মোঃ সাহাদাৎ হোসেনকে আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট রায়েরচর ৪নং ইউনিট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রয়োজনে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানটি আয়োজন করে চর বাংরাইল ৪নং ইউনিট ও বিএনপির সকল অঙ্গসংগঠন।
উল্লেখ্য, সোনাপুর ইউনিয়নে মোট ৬টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।