১৪ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় সদরপুর উপজেলা পরিষদ হলরুমে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মত্যাগের স্মৃতিচারণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল আল মামুন শাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, মিডিয়াকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে সকালে ৯টা ৪৫ মিনিটে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধার্ত পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনার মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।