পুলিশের বিশেষ অভিযানে ফরিদপুরের সালথায় যুবলীগ নেতা মোঃ হাসান মেম্বার (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) বিকাল আনুমানিক ৩টার সময় উপজেলার ফুকরা বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত হাসান মেম্বার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের মৃতঃ বাগান মুন্সীর ছেলে ও উপজেলা যুবলীগ নেতা ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, শনিবার ফুকরা বাজার এলাকা থেকে উপজেলা যুবলীগ নেতা- মোঃ আবুল হোসেন(হাসান মেম্বার) কে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।