ফরিদপুরের সালথা উপজেলার নকুলহাটি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আগুনে মুহূর্তের মধ্যে ঘরের সবকিছু পুড়ে যায়, নিঃস্ব হয়ে পড়ে কৃষক আজম মোল্যার পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে থাকা পাট, ধান, পেঁয়াজসহ মূল্যবান সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে প্রায় ৬-৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সালথা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুল জলিল বলেন, “খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে।”
আগুনে কৃষকের বাড়ি পুড়ে যাওয়ার খবর শুনে বিকালে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ ও এনায়েত হোসেন
এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের খবর পেয়ে বিকেলে সহায়তা নিয়ে পাশে দাঁড়ান সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ ও এনায়েত হোসেন ত্রাণ সহায়তা নিয়ে ছুটে আসেন। এসময় হাসান আশরাফ আগুনে বাড়ি পুড়ে যাওয়া কৃষকের পাশে থাকার অঙ্গীকার করেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আজম মোল্যা বলেন, আমি সারাজীবন কষ্ট করে টিনের একটি বসতঘর নির্মাণ করেছিলাম। আজ আগুনে আমার সব শেষ হয়ে গেল। বসতঘর, পাট, ধান, পেঁয়াজসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমার পরিবারের পাশে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ এসে দাড়িয়েছন। আমরা তার প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করছি। ”
পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।