গোপালগঞ্জের সাতপাড় ইউনিয়নের ৮ নং ভেন্না বাড়ি গ্রামের বাসিন্দা আকাশ বর (২৪) বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে একের পর এক বিয়ে করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি বিয়েকে ব্যবসায়ে পরিণত করে একাধিক তরুণীকে প্রতারিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ প্রথমে আমগ্রামের এক তরুণীকে বিয়ে করেন। কিছুদিনের মধ্যে পারিবারিক কলহের অজুহাতে ওই স্ত্রীকে তালাক দেন। পরে দ্বিতীয়বার জলিরপাড় গ্রামের সজল বৈরাগীর মেয়ে মন্দিরাকে বিয়ে করেন। তবে মন্দিরারও পূর্বে ঝিনাইদহের এক যুবকের সঙ্গে বিবাহ হয়েছিল বলে জানা যায়।
এলাকাবাসীর অভিযোগ, চেহারায় সুদর্শন হওয়ায় আকাশ সহজেই তরুণীদের প্রেমের ফাঁদে ফেলেন এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ব্যক্তিগত ও আর্থিক সুবিধা গ্রহণ করেন।
আইনজীবীরা জানান, যদি প্রমাণিত হয় যে আকাশ ইচ্ছাকৃতভাবে প্রতারণার উদ্দেশ্যে একাধিক বিয়ে করেছেন, তবে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা মামলা এবং পারিবারিক আইনে প্রতারণাজনিত বিবাহ বাতিলের মামলা করা যেতে পারে।
একজন স্থানীয় সমাজকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“আকাশের এই কর্মকাণ্ডে অনেক তরুণীর জীবন নষ্ট হয়েছে। প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া।”
প্রথম স্ত্রী পূর্ণী বর্তমানে নাম পরিবর্তন করে খাদিজা নামে এক মুসলিম যুবককে বিয়ে করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে আকাশ বরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এলাকাবাসী প্রশাসনের কাছে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।