ফরিদপুরে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩ টায় বাংলাদেশ কৃষি ব্যাংক, ফরিদপুর মুখ্য অঞ্চল কর্তৃক শহরের এস ডি সি কনফারেন্স কক্ষে এ শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা সম্মেলন ২০২৫ এর আয়োজন করা হয়।
উক্ত সম্মেলনে মোহাম্মদ মঈনুল ইসলাম, মহাব্যবস্থাপক, বিকেবি, বিভাগীয় কার্যালয়, ফরিদপুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান ফকির। সভায় সভাপতিত্ব করেন বিকেবি, ফরিদপুরের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো: আব্দুর রশীদ মোল্যা।উক্ত সম্মেলনে ফরিদপুর মুখ্য অঞ্চলের ২৭ টি শাখার শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে ৩০.০৬.২০২৫ ইং তারিখ ভিত্তিক বার্ষিক লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের ভিত্তিতে ৩ (তিন) জন শাখা ব্যবস্থাপককে তাদের কর্মদক্ষতা ও উৎসাহ প্রদানের জন্য বিশেষ সম্মাননা সূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
মহাব্যবস্থাপক ১১.০৯.২০২৫ ইং তারিখ ভিত্তিক শাখার অর্জন পর্যালোচনা করেন এবং ২০২৫-২০২৬ অর্থ বছরের কর্ম পরিকল্পনা বিষয়ক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে খেলাপী ঋণ আদায়ে জোর দেওয়ার কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরে তা পরিপালনের বিষয়ে উপস্থিত শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাগণকে নির্দেশনা প্রদান করেন। একই সময়ে তিনি লো কষ্ট/নো কষ্ট ডিপোজিট সংগ্রহের প্রতি গুরুত্বারোপ করেন এবং সে বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ কৃষি ব্যাংক বিগত বছরের তুলনায় লোকসানের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করছে এবং ব্যাংককে অচিরেই লাভজনক অবস্থানে উন্নীত করা হবে-মর্মে তিনি উল্লেখ করেন।