ফরিদপুরে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসার সমর্থনে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ বিকেলে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন রাজিব, সহ-সভাপতি মুন্সী মোহাম্মদ মাসুদুর রহমান লিমন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী কামরুল, সাইদুর রহমান চুন্নু, মেহেদী হাসান ফারুক, আব্দুল মান্নান মানা, মোহাম্মদ আরফিন শেখ, মোহাম্মদ কুরবান খান, হেমায়েত হোসেন সেলিম, মোহাম্মদ মতিন উর রহমান, মোঃ সুজন হোসেন, মোঃ সোহেল, ফরিদুল ইসলাম ফরিদ, মোহাম্মদ জাকির হোসেন, মমতাজ বেগম, সূফিয়া পারভীন শাহেদা বেগম।
এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিটি ফরিদপুরে পুরাতন বাস স্ট্যান্ড থেকে লিফলেট বিতরণ শুরু করে নতুন বাসস্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় নেতৃবৃন্দ বিএনপি’র জেলা আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইসার সমর্থনে বিভিন্ন স্লোগান প্রদান করেন। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবর্তিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।