ফরিদপুরের বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও জুয়ার সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযানে গুনবহা ইউনিয়নের গুনবহা গ্রাম থেকে ১০০ পিস ইয়াবা বড়ি, ১১ বান্ডিল তাস, তিনটি মোবাইল ফোন (দুটি বাটন ও একটি টাচফোন) এবং নগদ ২৬ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— গুনবহা গ্রামের হালিম মোল্যার ছেলে রাজ্জাক মোল্যা (৪২), নয়নীপাড়া গ্রামের ভিকু শেখের ছেলে জিহাদ শেখ (৩০), হুড়দিয়া গ্রামের রুস্তুম কাজীর ছেলে এসকেন্দার কাজী।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও তারা মাদক ও জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অভিযানে উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা প্রস্তুত করে বোয়ালমারী থানার এসআই মো. শিমুল মোল্যার নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে মামলার প্রস্তুতি চলছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন,
“মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে যৌথবাহিনী। জনগণকে এসব অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।