নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক” এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই সোমবার দুপুরে মধুখালী উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল।
সহকারি পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তর ষষ্ঠী পদ রায়ের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা নির্বাচন অফিসার মোঃ মনজুরুল আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা তানজিম নাঈম, উপজেলা প্রকৌশলী মো. সোহেল রানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, পরিসংখ্যান অফিসার মো রুহুল আমিন, সি এ মো. রফিকুল ইসলামসহ সাংবাদিক,উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সেমিনারে প্রধান অতিথি তার বক্তব্যে- বিদেশ গমনের প্রাক্কালে করণীয়ও বর্জনীয়, বিদেশ গমনের পর করণীয়সহ নিরাপদ অভিবাসনের সহজ নিয়ম গুলো তুলে ধরেন। জেলা কর্মকর্তা ষষ্ঠীপদ রায় বলেন সুষ্ঠু নিরাপদ অভিবাসনের জন্য করনীয় কি? সে বিষয়ে আগে আমাদের জানতে হবে, তিনি তার বক্তব্যে বিস্তারিত তুলে ধরেন।