মধুখালী থানা পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে একরাতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার ডুমাইন এলাকা থেকে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সহ এ সকল মাদক কারবারীদের গ্রেফতার করা হয়।
আটককালীন সময়ে তাদের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা ও ১০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্য থেকে মতিউর রহমান শেখ, পিতা- আয়নাল শেখ, মামলা নং ৯।
মো. উজির মন্ডল,পিতা বক্কার মন্ডল,পারভিন বেগম সাং-উজির মন্ডল ডুমাইন ,মামলা নম্বর ৮।
এদের বিরুদ্ধে ১ কেজি ৬০০ গ্রাম গাজা সহ নিয়মিত মামলা হয়।
এছাড়া কামরুল মিয়া, পিতা আমানত উল্লাহ, সোহান মল্লিক পিতা সুলাইমান মল্লিক, অমরেশ বিশ্বাস পিতা কমলেশ বিশ্বাস, ডুমাইন, শাকিল আহমেদ পিতা- দলিল উদ্দিন,সদরপুর।
হাফিজুর রহমান পিতা-হোসেন আলী,নগরকান্দা।
এদের নিকট থেকে পাওয়া ১০৬ পিস ইয়াবাসহ নিয়মিত মামলা হয় মামলা নং ১০, অপর ১৭ জন ওয়ারেন্ট ভুক্ত আসামি।এদের সবাইকে ১৪ জুলাই সোমবার ফরিদপুর জেলা আদালতে প্রেরণ করা হয়।
মধুখালী থানার অফিসার ইনচার্জ এসএম নুরুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।