গতকাল ৩১ মে শুক্রবার রাত ১০ টা ৫৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একজন অস্ত্র ব্যবসায়ী অপরাধী সন্ত্রাসীর নিকট অস্ত্র বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে রাজবাড়ী থানা পুলিশের চৌকস একটি টিম বিশেষ অভিযান চালিয়ে দাদশী বাজারের আগমাড়াই মোমিনের দোকানের সামনে চেকপোস্ট বসিয়ে ওয়ান শুটার গান সহ ১ জনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন, রাজবাড়ী সদরের ছোট নুরপুর গ্রামের খালেক সরদারের ছেলে মোঃ আশিক সরদার (২১) । অস্ত্র উদ্ধার সংক্রান্ত রাজবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটেকের পর আসামিকে আদলেতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের আটক প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য থাকে যে অস্ত্র,মাদক , চোরাচালান রোধ সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ী থানা সর্বদাই তৎপর রয়েছে।