গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজ হাসানের উদ্যোগে সেলিমুজ্জামান সেলিমরে পক্ষে ভাবড়াশুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ভাবড়াশুর ইউনিয়ন যুবদলের সভাপতি ফারুক মিয়া, উপজেলা ছাত্রদলের, সহ-সভাপতি মো: রইচ মিয়া, মুকসুদপুর উপজেলা যুবদল , মাছুম মোল্যা, এবিএম সাইদ কাউয়ুম সেখ, রিপন শেখ যুবদল মাহাবুব মোল্যা উপজেলা যুবদল, বাপ্পি মুন্সি উপজেলা যুবদল, আজগার সিকদার ১নং ওয়াড যুবদলের সাধারন সম্পাদক। এ ছাড়াও উপস্থিত ছিলেন ভাবড়াশুর ইউনিয়ন ছাত্রদলের নেতাবৃন্দরা।