1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

নগরকান্দায় সড়ক যেন মৃত্যুর ফাঁদ,পাট বোঝাই ট্রাক উল্টে খাদে

নগরকান্দা  প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৪৩০ Time View

ফরিদপুর – নগরকান্দা সড়কের শশা গ্রাম বড় ব্রীজ নামক স্হানে পাট বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে যায়। ১১ আগস্ট রবিবার বিকাল তিনটার সময় নগরকান্দা বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পাট বোঝাই গাড়ি ঢাকা মেট্রো -ট ২০- ১৬৭৯

সড়কের শশা বড় ব্রীজে উঠার সময় সড়ক ধস নামায় উল্টে গিয়ে খাদে পড়ে যায়।দূর্ঘটনায় পাট বোঝাই গাড়ি পানিতে না পড়ায় ট্রাক ড্রাইভার ও হেলপার মৃত্যুর হাত থেকে বেচে যায়।নগরকান্দা বাজারের পাট ব্যবসায়ী হাফিজুর মেম্বার বলেন ৩ শ ‘মন পাট গাড়িতে বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় এবং শশা বড় ব্রীজ এর নিকট রাস্তা ধসে যাওয়ায় ট্রাক উল্টে যায়।

স্হানীয়রা জানান সড়কের এই স্থানে ধসে যাওয়ায় দুই মাস হয় ফরিদপুর সড়ক বিভাগের নিয়মিত ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়ে রোলার দিয়ে কাজনা করে তড়িঘড়ি করে কাজ শেষ করে। কাজের ১ মাস এর মধ্যে রাস্তা ধেবে ধস নামে ফিরে পায় পূর্বের চিত্রে।সড়কের এই স্থানে সংস্করণের কাজ করেন জিন্নাত হোসেন বিশ্বাস কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান।

৩২ লাখ টাকা ব্যয়ে রাস্তার কাজ সংস্করণ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি।ঠিকাদারি প্রতিষ্ঠানর স্বত্বাধিকারী জিন্নাত হোসেন বলেন, রাস্তায় ভালো কাজ হয়েছে ধেবে গেছে পূনরায় সংস্কার করে দিব।ফরিদপুর সড়ক বিভাগের এ কাজে দায়িত্ব থাকা এসও রফিক বলেন

রাস্তার ঐ স্হানে নিচে সমস্যা আছে আমরা দূরত্ব পুনরায় এইচ বি করে দিব।সড়কের এই স্হান ধসে মরন ফাঁদের সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পার হচ্ছে যানবাহন। সড়কের এই স্থান দ্রুত সংস্করণ না হলে প্রতিনিয়ত ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!