1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :

মুকসুদপুরে পূর্ব শত্রু তার জেরে হিরু বাহিনীর হামলায় আহত ৫

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ৭৫৮ Time View

নগদ অর্থ মালামালসহ লুটপাট ৩০ লাখ টাকা

গত শনিবার মুকসুদপুরে পূর্ব শত্রু তার জেরে হিরু বাহিনীর হামলায় ১৬ টি বসত ঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
আহত হয়েছে ৫ জন । হামলায় ভাংচুর স্বর্নলংকার নগদ অর্থ মালামালসহ লুটপাট ৩০ লক্ষ টাকার মতো।
ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ভাবড়াশু ইউনিয়নের কলিয়া গ্রামে । অভিযোগ সুত্রে জানাযায়, একই গ্রামের বাসিন্ধা হিরু মোল্লা ও আলামিন ফকিরের মধ্য দির্ঘ দিন যাবৎ মামলা মোকারদমা নিয়ে বিরোধ চলছে গত শনিবার(৩/৬/২০২৩)তারিখে সকাল ৬ টার দিকে আচমকা হামলা চালায় হিরু বাহিনী ।

এসময় বসত ঘরে থাকা স্বর্নলংকার নগদ অর্থ মালামালসহ লুটপাট করে নেয়। লুটপাটে বাধা দিলে দেশিও অস্ত্র নিয়ে হামলা করে হিরু বাহিনী এতে আহত হয় ৫ জন। হামলায় ভাংচুর স্বর্নলংকার নগদ অর্থ মালামালসহ লুটপাট ৩০ লক্ষ টাকার মতো ক্ষতি করে দূবৃত্তরা। আহতরা মুকসুদপুর হাসপাতাল ২ জন , ফরিদপুর ২৫০ বেড হাসপাতালে ১ জন ভর্তি আছে বাকিরা স্বামরিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছে।

এই হামলায় বেশি ক্ষতি গ্রস্থ হয়েছেন হেলাল ফকির, মোহাম ফকির, আওয়াল ফকির। হিরু মোল্লা, হুকুমে আছর আলী ফকির,হবি মোল্লা জাহিদ শেখ, হাবিবুর মোল্লা, সাগর মোল্লা, সুজন শেখ, নুর মোহাম্মাদ মোল্লা, রিন্টু লস্কর, মুরছালিন শেখ, মিরান শেখ, ইউসুফ শেখ, নয়ন শেখগনসহ দেশি অস্ত্র নিয়ে এই হামলা লুটপাট চালায়।

স্থানীয় সুত্রে জানাযায়, হিরু মোল্লার ছেলে নয়ন মোল্লা কিছু বহিরা গত ছেলে নিয়ে মাদক সেবনের জন্য প্রায় ফকির বাড়ির পাসে পুকুর পাড়ে আসত পুকুরে ফকির বাড়ির মেয়ে বউ পুকুরে গোসল করতে গেলে আজে বাজে ভাষায় কথা বলতো এসকেন ফকির হেলাল ফকির বহিরাগত দের পুকুর পাড়ে আসতে মানা করলে নয়নের সাথে কথা কাটা কাটি হয় সেই খান থেকে সুত্রপাত।

এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি আবু বক্কর মিয়া বলেন, মামলা হয়েছে আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!