যৌনকর্মিদের মানবাধিকার নিশ্চিত করার মাধ্যমে সমন্বিত প্রজনন স্বাস্থ্য-অধিকার, এইচআইভি তথ্য ও ব্যবস্থাপনা পরিষেবার সুযোগ উন্নয়নের লক্ষে ফরিদপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএচডি) এর বাস্তবায়নে ও ইউএনএফপিএর অর্থায়নে ২৩ সেপ্টেম্বর সোমবার সকালে শহরের রথখোলা যৌনপল্লির পিএচডি সূখপাখি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
পিএচডি সূখপাখি সেন্টার ফরিদপুর এর মেডিকেল এ্যাসিটেন্ট মুনজিরা খাতুর এর সঞ্চালনায় সভায় ফরিদপুর বøাস্ট এর সমন্বয়কারী শিপ্রা গোস্বামী, এ্যাডভোকেট আসাদুজ্জামান, সাংবাদিক সবুজ দাস, কোতয়ালী থানা পুলিশের এসআই কাবির আহমেদ, কনস্টেবল নাজমুল হুদাসহ যৌনপল্লীর নেত্রীরা অংশ নেন। সভায় এইচআইভি রোধের পাশাপাশি যৌনকর্মিদের সমস্যার সামগ্রিক প্রেক্ষাপট উপস্থাপনপূর্বক সমস্যা থেকে উত্তরণ ও পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও যৌনকর্মীদের ক্ষেত্রে সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তনসহ বয়স্ক যৌনকর্মীদের পুনর্বাসনের জন্য বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।