বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মধুখালী উপজেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মধুখালী ঈদগাহ মাঠে আয়োজিত এ কাউন্সিলে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বপ্রাপ্ত মোঃ আতাউর রশিদ বাচ্চু ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির সভাপতি সৈয়দ মুদাররেস আলী ইছা, সাধারণ সম্পাদক একে কিবরিয়া স্বপন, কেন্দ্রীয় বিএনপি নেতা মোঃ সেলিমুজ্জামান, জয়দেব রায়, জেলা বিএনপি নেতা আজম খান, কৃষক দলের সদস্য সচিব মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা বিএনপির সদ্য বিদায়ী সভাপতি চৌধুরী রাকিব হোসেন ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, সহ-সভাপতি আব্দুর রহিম ফকির, পৌর বিএনপি’র সাবেক সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা,বিএনপি নেতা বাবলু কুমার রায়, শরিফুল ইসলাম ফকির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল ইসলাম, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলীম মানিক,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানসহ জেলাও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দীর্ঘ ১৫ বছর পর হাজার হাজার নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলের নগরীতে পরিণত হয় মধুখালী পৌরসভার অলিগলি, সকাল নয়টা থেকেই উপজেলার পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হয়।
অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে নেতাকর্মীদের এ উপস্থিতি, কাউন্সিলে নতুন কমিটি নিয়ে নেতারা বলেন পরীক্ষিত সৎ যোগ্য কর্মীদেরকেই মূল্যায়ন করা হবে, বিগত দিনে দলের সাথে বেইমানি করেছে এমন কোন নেতাদের কমিটিতে ঠাঁই হবে না, সম্মেলনে কমিটি ঘোষণা স্থগিত করে নেতারা বলেন জেলা পর্যায়ের সর্বোচ্চ ফোরামের সাথে আলোচনা করে পরবর্তীতে কমিটি ঘোষণা করা হবে।
সম্মেলনে পৌরসভার মেছড় দিয়ার মোড় থেকে প্রায় পাঁচ সহস্রাধিক কর্মী সমর্থকের বিশাল মিছিল নিয়ে সভাপতি প্রার্থী শাহাবুদ্দিন আহমেদ সতেজ কাউন্সিলে যোগ দেন, অন্যদিকে বর্ণিল সাজ হাজারো নেতা কর্মী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে থেকে কর্মী সমর্থকদের নিয়ে রাকিব হোসেন চৌধুরী ইরান , চিনিকল সড়ক নিজ কার্যালয় এর সামনে থেকে বিএনপি নেতা কর্মীদের বিশাল বহর নিয়ে আবুল কাশেম আবুল, বাজার বাস স্ট্যান্ড থেকে বাগাট ইউনিয়ন থেকে বিশাল শোডাউন নিয়ে আব্দুর রহিম ফকির, মরিচ বাজার মোড় থেকে বাশিঁ কাশি বাদ্যযন্ত্রসহ বিশাল মিছিল নিয়ে মো. হায়দার আলী মোল্লা,মধুবন শপিং কমপ্লেক্সের সামনে থেকে তারুণ্যে ভরপুর শোভাযাত্রা নিয়ে আব্দুল আলীম মানিক, চিনিকল সড়কের মাথা থেকে জাতীয়তাবাদী ফেস্টুনের রঙিন সাজে মো. জাপান বিশ্বাস কর্মী-সমর্থকদের নিয়ে কাউন্সিলে যোগ দেন।