সৈয়দেরগাও রান্দুনদিয়া যুব সমাজের আয়োজিত গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭শে জানুয়ারী রান্দুনদিয়া মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়ে। বিভিন্ন এলাকা থেকে নানা শ্রেণি-পেশার হাজার হাজার নারী-পুরুষ ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করে।
যুবসমাজের আয়োজনে এ দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুরু হলে আনন্দ উৎসবে মেতে ওঠে উপস্থিত হাজারো দর্শক।
তরুণ প্রজন্মের কাছে এ খেলাকে পরিচিত করতেই এক সময়ের অতি পরিচিত গাঁও-গেরামের ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলার আয়োজন করে আয়োজক কমিটি। এক সময় গ্রামাঞ্চলের পথে-ঘাটে, মাঠে বা রাস্তার পাশে সকল বয়সি মানুষ এই খেলায় মেতেছে। হৈচৈ আর আনন্দ উৎসবে বিকাল থেকে রাত পর্যন্ত চলত এই খেলা।
তবে শীতকালই দাড়িয়াবান্ধা খেলার উপযুক্ত সময় ছিল। কিন্তু এখন আর তেমন একটা দেখা যায়না গাঁও-গেরামের ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এই খেলাটি। আর তাই বর্তমান প্রজন্মের কাছে গ্রামাঞ্চলের পুরোনো সংস্কৃতি তুলে ধরে ফ্রি ফায়ার ও পাবজীর মত ভয়ঙ্কর সংস্কৃতির প্রভাব থেকে মুক্ত করতে ঐতিহ্যবাহী এই খেলার আয়োজন করেছেন বলে জানান আয়োজক নেতৃবৃন্দ। খেলার উদ্বোধক ঢাকা কলেজের ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফরিদুল হক ফয়শাল জানান, হারিয়ে যাওয়া খেলাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। আর এই খেলার মধ্যে রয়েছে নির্মল আনন্দ। অপসংস্কৃতি গ্রাস করতে যুব সমাজকে। তাদেরকে প্রকৃত সংস্কৃতিতে ফিরিয়ে আনতেই এই খেলার আয়োজন। গ্রাম-বাংলার ঐতিহ্য সব সংস্কৃতি টিকিয়ে রাখতে সবার এগিয়ে আসতে হবে। উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জাঙ্গীর কবির আকাশ এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সাবেক সহ সভাপতি ও সেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক – -মো: জাকারিয়া আলম মামুন। খেলায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম ভুঁইয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম
প্রমূখ।