ফরিদপুর জেলা স্কুলের অবসর প্রাপ্ত শিক্ষক, ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ স্কাউটস ফরিদপুর সদর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শিক্ষাবিদ মোঃ আব্দুল মালেক মুন্সী (৮৫) আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ২৮ই জুন শনিবার বিকাল ৪টা ৪০ মিনিটে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের হাবেলী দয়ারামপুর গ্রামের নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জৈষ্ঠ কন্যা হাবেলি দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা বেগম বেবি জানান, আমার পিতা দীর্ঘদিন যাবত লিভার কান্সারে ভোগতে ছিলেন। মরহুমের নামাজে জানাজা ঔ দিন বাদ এশা হাবেলি দয়ারামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়,পরে নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে ২ ছেলে ও ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও অনুগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল মালেক মুন্সী দীর্ঘ ৩৫ বছর ফরিদপুর জেলা স্কুলে শিক্ষকতা করেছেন। তিনি একজন ভালো ফুটবল খেলোয়র ও রেফারী ছিলেন। তিনি দীর্ঘদিন সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। তিনি ছিলেন অত্যান্ত সহজ সরল একজন ভদ্রলোক।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মাহমুদ আল সিদ্দিকী, সদর উপজেলা শাখার সভাপতি মো: ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।
মরহুমের আত্মার শান্তি কামনায় আগামী ১৮ই জুলাই শুক্রবার বাদ জুম্মা নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সকল আত্মীয়-স্বজন শুভাকাঙ্ক্ষীদের উক্ত দোয়া মাহফিলে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, মরহুমের স্ত্রী একই মাসে তার মৃত্যুর মাত্র ২২ দিন আগে ইন্তেকাল করেন।