রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সাথে জেলা পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১,৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিফ উল হাসান, রাজবাড়ী প্রেসের মো. জাহাঙ্গীর হোসেন, শহিদুল ইসলাম হিরণ, সোহেল রানা, মেহেদী হাসান, জেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মো. কবির হোসেন, সাংবাদিক দেবাশীষ বিশ্বাস,মোরশেদ আলম মালেক, কৃষ্ণ কুমার, শেখ রনজু আহম্মেদসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
নবাগত জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার বলেন, রাজবাড়ী জেলা একটি সুন্দর ও শান্তিপ্রিয় জেলা। এ জেলার সকল সম্ভাবনাময় ও দুর্ভোগ নিয়ে কাজ করা হবে। সকলে মিলে একটি সুন্দর রাজবাড়ী গড়ে তুলতে কাজ করবো।