1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ জুন ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ট্রেন চালু হলেও থামছে না মুকসুদপুর স্টেশনে

সোহেল রানা
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৯৮ Time View

মুকসুদপুর রেলওয়ে স্টেশন থাকলেও নেই এস্ট অফিস। প্রায় শত কোটি টাকা ব্যায়ে মুকসুদপুর রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত করেছে সরকার। সরকার রেলওয়ে স্টেশন প্রতিষ্ঠিত করলেও এস্ট অফিস না থাকায় ট্রেনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে মুকসুদপুরসহ আসপাসের কয়েকটি উপজেলার প্রায় ১০-১২ লক্ষাদিক সাধারণ যাত্রী। আগের ঘোষনা অনুযায়ি ২৪ ডিসেম্বর ভোর ৬ টায় খুলনা-ঢাকা-খুলানা রুটে ৮২৫/৮২৬ “জাহানাবাদ এক্সপ্রেস” এবং ঢাকা বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ৮২৮/৮২৭ “রুপসীবাংলা এক্সপ্রেস” দুই জোড়া ট্রেন চলাচল শুরু করেছে কিন্তু মুকসুদপুর স্টেশনে থামিনি ট্রেন।
গোপাগঞ্জের মুকসুদপুর উপজেলা, কাশিয়ানি (আংশিক), ফরিদপুরের সালথা উপজেলার (এক তৃতীয়াংশ) ও নগরকান্দা উপজেলার (আংশিক) এলকার প্রায় ১০-১২ লক্ষাদিক সাধারণ যাত্রী বঞ্চিত হচ্ছে ট্রেন সেবা থেকে।
মুকসুদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিহির বালা জানায়, স্টেশনটিতে আমরা বিভিন্ন ক্যাটাগরির ২৩জন স্টাপ কর্মরত আছি। আমরা পার্শবর্তি কাশিয়ানি ও নগরকান্দা স্টেশনের হয়ে কাজ করছি। স্টেশন মাস্টার মিহির বালা আরো জানান উর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে মুকসুদপুর রেলওয়ে স্টেশনকে এস্ট অফিস হিসাবে নাম অন্তর্ভুক্তি করতে চায়, তা হলে করতে পারবে। তবে মুকসুদপুর এস্ট অফিসটি করা খুব জরুরী কারণ এলাকায় প্রায় ১০-১২ লক্ষ্য মানুষের বসবাস। প্রতিদিন হাজার মানুষ মুকসুদপুর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করে।
২৪ ডিসেম্বর মুকসুদপুর রেলওয়ে স্টেশনে ট্রেন দেখতে আসা উপজেলার কলিয়া গ্রামের বাসিন্দা ও সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ মরিপুর ছাত্র মুকসুদপুর রেলওয় স্টেশনটা অনেক সুন্দর করছে কিন্তু সরকার এটাকে এস্ট অফিস করলেন না এটা আমাদের কপাল খারাপ ছাড়া আর কিছুই না। একই কথা গোপিনাথপুর গ্রামের মোশারেফ মিয়া ও হাসি বেগম একই কথা বলেন।
৮২৫ নং আপ জাহানাবাদ এক্সপ্রেস এর মাধ্যমে ট্রেনগুলো চলাচল শুরু করেছে। ৮২৫/ ৮২৮/ ৮২৭/ ৮২৬ নং ট্রেনের ঢাকা-খুলনা, খুলনা-ঢাকা এবং ঢাকা-বেনাপোল, বেনাপোল-ঢাকা ছাড়ার সময়সূচী। “জাহানাবাদ এক্সপ্রেস” খুলনা থেকে ঢাকার উদ্দ্যশ্যে ছাড়বে ভোর ৬টায় এবং ঢাকায় পৌছাবে সকাল ৯টা ৪৫ মিনিটে।
ঢাকা থেকে খুলনার উদ্দেশ্য ছাড়বে রাত ৮টায় এবং খুলনা পৌছাবে রাত ১১ টা ৪৫ মনিটে। “রুপসীবাংলা এক্সপ্রেস” ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্য ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং বেনাপোল পৌছাবে দুপুর ২টা ২৫ মিনিটে। বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্য ছাড়বে ৩টা ২৫ মিনিটে এবং ঢাকায় পৌছাবে সন্ধা ৭টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!