1. kazi.rana10@gmail.com : Sohel Rana : Sohel Rana
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মুকসুদপুরে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা সদরপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা “একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন শহীদ বুদ্ধিজীবীরা” : আব্দুল্লাহ আবু-জাহের মুকসুদপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস দলের চেয়ে দেশ বড়, জানের চেয়ে ঈমান বড়- এনায়েতুল্লাহ আব্বাসী ফরিদপুরে জাতীয় যুব শক্তির পরিচিতি সভা দরিদ্র মেধাবিদের পাশে স্বাবলম্বীরা দাড়ালে এরাও প্রতিষ্ঠিত হবে : মন্ত্রী পরিষদের সচিব ড. শেখ আব্দুর রশীদ ফরিদপুর চিনিকলের মাড়াই মৌসুমের উদ্বোধন মধুখালীতে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপি নেতার

আহত সাংবাদিক আতিকের খোঁজখবর নিতে গাজীপুরে বিএমএসএফ নেতৃবৃন্দ

স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৮ Time View

মোবাইল ফোনে ডেকে নিয়ে সন্ত্রাসি হামলার শিকার স্থানীয় সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক দৈনিক আজকের সংবাদ পত্রিকার প্রতিনিধি আহত আতিক হাসানের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বিএমএসএফ নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিএমএসএফ’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর তার খোঁজ খবর নেন। তিনি হামলা ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে পুলিশের প্রতি আহবান জানান।

এসময় গাজীপুর জেলা সেট্রাল প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওয়াহাব রিংকো ,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, বিএমএসএফ’র নেতা জাহাঙ্গীর হোসেন সাথে ছিলেন। চিকিৎসাধীন আতিক জানান, প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রী ভাগিয়ে নিয়ে সম্প্রতি বিয়ে করে শারফুল।

এ ঘটনাটি বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে হাস্যরসের সৃস্টি হয়। শারফুলের নারী কেলেঙ্কারির এ ঘটনার সংবাদ আমি করেছি সন্দেহে কৌশলে চা খেতে আমাকে ফোনে ঢেকে এলাকায় নেয়। মোটরসাইকেল নিয়ে পৌছালে এলোপাথাড়ি মারধর শুরু করে। এসময় তারা আমার মোবাইল ফোন এবং নগদ টাকা ছিনিয়ে নেয়।

এদিকে একই অভিযোগে সাংবাদিক রমজান আলী রুবেলকে আগে ঢেকে নিয়ে আটকিয়ে মারধর এবং লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। রুবেল বিএমএসএফকে জানান, আতিককে মারধরে জ্ঞান হারিয়ে ফেলে এবং পানিপানি করে চিৎকার করলেও কেউ পানি খেতে দেয়নি। কাওরাইদ এলাকার বেলদিয়া গ্রামের রশিদের পুত্র শারফুলের (৩৮) স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও আপন চাচাতো ভাইয়ের স্ত্রীকে ফুসলিয়ে, জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করেন দুই সন্তানের মাতা তানিয়াকে (২৫)। গত জুন মাসে তাদের বিয়ের ঘটনা ঘটলেও সম্প্রতি তানিয়াকে যৌতুকের দাবিতে মারধর করে তাড়িয়ে দেন। এদিকে স্ত্রী তানিয়া এবং সাংবাদিক আতিকের ওপর হামলা-নিযর্যাতনের বিচার চেয়ে শ্রীপুর মডেল থানায় শারফুলের বিরুদ্ধে পৃথক দুটি লিখিত অভিযোগ জমা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023
error: Content is protected !!